ওরা এসে বসে চক্রাকারে প্রতিদিন বিকেলে,
ওরা হাসে যেনো কিছু প্রজাপতি, নিষ্পাপ
তাদের ঐ পৃথিবী, একদল কিশোর-কিশোরী ।


আমি জানালা দিয়ে এই পুরোনো চোখে
দেখি তাদের প্রতিদিন; কিছু হারোনো সুর
তারা ফিরিয়ে আনে এই পুরোনো হৃদয়ে,
একদল কিশোর-কিশোরী ।


ওরা কত সহজে জানিয়ে দেয় পৃথিবীকে
তাদের দাবী; ওরা কত সহজে হাসতে পারে,
কত সহজে পারে কাঁদতে, পারো কি আজ তুমি ?
একদল কিশোর-কিশোরী ।


জীবনের যে সব জটিলতাগুলো ক্লান্ত করে
আমাদের, ঐ কোমল হৃদয়গুলি পায়নি খোঁজ
জীবনের ষড়যন্ত্রের_ নির্মল হৃদয়গুলি,
একদল কিশোর-কিশোরী ।


আমরা কি পেরেছি গড়ে দিতে সেই পৃথিবী,
যা ছিল ওদের দাবী, অধিকার আমাদের প্রতি,
                                ....কথা রাখিনি ।


ওরা এসে বসে চক্রাকারে প্রতিদিন এই হৃদয়ে,
ওরা গড়ে নিতে পারে যেন, তাদের ইপ্সিত সেই
পৃথিবী_ প্রার্থনা এই হৃদয়ের....
                      একদল কিশোর-কিশোরী ।


(০৯.০৩.২০০০)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)