এভাবেই চলে যেতে হয়,_ নিঃসংশয়;
আত্মদানের জন্য আত্মার মাঝে
বিস্ফোরিত হয়,_ কোটি রক্ত গোলাপের রঙ;
মানচিত্রে আসে যখন বিপজ্জনক সময়;
এভাবেই চলে যেতে হয়;


মুখ আমাদের ফিরিয়ে নিতে হয়,
পদ্মপাতায় টলমলে স্বচ্ছ জলের মতো,_ স্নিগ্ধ জীবন থেকে;
চোখের পাতা থেকে বিতাড়িত করতে হয় বিপ্লবীদের,
প্রখর কষ্টের লবণাক্ত অবরোধ,_  প্রেয়সীর অশ্রুসজল কোমল মুখ;
করোটি, হৃদয় থেকে উপড়ে ফেলতে হয় নির্বিকার,
ব্যক্তিগত যত নীল স্বপ্নীল আগাছা;
ঝাঁপ দিতে হয় দ্বিধাহীন একত্রিত স্বপ্নের সমরে;


যখন মানচিত্রে আসে ভীষণ সময়,
                      এভাবেই চলে যেতে হয়
নিঃসংকোচে,_ কিংবদন্তীর মতো ন্যায়সঙ্গত সকল যুদ্ধে।


(০৬.০৫.২০২১)