আমি যে রমণীকে ভালোবাসি
সে বসেছিল আজ,
প্রবল সজ্জিত পাখ-পাখালিদের অনুষ্ঠান মাঝে
কোমল শ্যামল প্রকৃতির মতো নীরব ।


তাকালেই জানি,
সবগুলো অস্থি মজ্জা রক্তের পথ দিয়ে
উন্মত্ত রণ হুংকারে
ছুটে আসতো সর্বনাশা ভাংচুর অনুভব ।


ব্যস্ততার চোস্ত পরিধানে
পাখি থেকে পাখিদের সাথে ছিল তাই
রঙ মাখানো কলরব,
আর একে ওকে ডেকে অযথাই
"এটা করো, ওটা করো" ।


অথচ ইচ্ছে করছিল চিৎকার করে ভেঙ্গে
স্তব্ধ করি, পাখিদের এই
চাটুকারী বিলাসী মজলিজ,
আর বলি, নিকুচি করে যত নিষেধের লিপি
গন্ধম খাওয়া বিদ্রোহী ঈশ্বরীর মতো
এসো, আমার প্রেমানল হাতটি ধরো ।


(১৮.১২.২০২৩)