হয়তো থামার অপেক্ষায় আছো, আমার কবিতার কষ্ট;
তবে যে পাচ্ছি কষ্ট আমি, তাতো অন্তত স্পষ্ট?


নাকি বলবে তাও নয়, এ তোমার কষ্টের বিলাস;
তুমি তো স্রষ্টা ভালোবাসো, তিনি কিন্তু বুঝছেন আমার কষ্ট,
শুনছেন আমার দুখের দীর্ঘশ্বাস;


এই যে আজ বৈশাখ বৃষ্টির দিনে, তুমি জানালার পাশে খুলে দিলে খোঁপা;
সে সৌন্দর্য দেখে কী যে মুগ্ধ আমি, তবু একটিও শব্দ বলতে পারিনি
যেখানে সহস্রটি জমা হয়ে গেলো, জানাতে আমার মুগ্ধতা;


সেটা কি নয় কোনো কষ্ট?


এই যে সুশীতল বাতাস আর বৃষ্টির দিনে, তোমাকে হঠাৎ পেলাম একা;
আমি যেন হয়ে গেলাম ব্রীড়াময় বালকের মতো,
কী করে শুরু করি এই প্রিয় রমণীর সাথে একান্তে কিছু কথা ?


হ্যাঁ, বলেছিলে তুমি বলেছিলে, আমার কষ্টদের তুমি প্রশ্রয় দিয়েছিলে,
প্রিয় নারী, তার জন্য নাও আমার কৃতজ্ঞতা।


(১০.০৫.২০২২)