ঘন ঘন বায়না ছিল মোদের মুসা নবীর,
আল্লাহ তাঁকে দেখা দেবেন কথা হবে গভীর;
পেয়ার করে আল্লাহ'তালা সুযোগ তাঁকে দিতেন,
এমনই এক দিনে তিঁনি প্রশ্ন করেছিলেন;


হে আল্লাহ শুধু আমায় যেমনটি দেন মান,
কাউকে এমন সরাসরি দেবেন সুযোগ দান ?
আল্লাহ বলেন ভবিষ্যতে আসবে একদল লোক,
যারা হবেন মহানবী মুহাম্মদ (সাঃ) এর উম্মত;


রোজা রাখবে রোজার ক্ষণে তাদের অবস্থান,
তোমার চেয়েও নিকট হবে তাদের দেহ-প্রাণ;
তােমার আমার মাঝে থাকে সত্তর হাজার পর্দা,
এতই সুক্ষ্ণ পর্দাগুলো তুমি দেখো না;


কিন্তু জেনো আমি এবং রোজদার যত বান্দা,
মোদের মাঝে পর্দা তেমন একটি থাকবে না;
দায়িত্ব নিলাম হে মুসা সকল রোজদার,
ইফতার কালে কারো দোয়াই করবো না অস্বীকার ।


(১২.০৪.২০২২)


(** ইফতারের সময় বেশি বেশি আল্লাহ'র কাছে চাইবেন। সুবহানাল্লাহু, আলহামদুলিল্লাহ, আল্লাহু-আকবর।)


(* আমার প্রিয় একজন ধর্মপ্রাণ ব্যক্তি, তাঁর প্রেরিত বার্তার প্রেরণায় কবিতাটি লিখলাম এবং কবিতা আসরের প্রিয় কবি যারা, রোজার মাসে ধর্মীয় চেতনায় কবিতা লিখে চলেছেন পূণ্যময় অনুভবে, তাদের প্রতি উৎসর্গ করলাম। পবিত্র রমজান মাস সবার জন্য পূণ্যময় হোক।)