ইনামোরাটা, আজ আমার কোনো দুঃখ নেই।
পুড়ছে না কোনো কবিতা
ঐ রাত আকাশের বিছানায় মহা নক্ষত্রের মতো।
পরিণত হচ্ছে না ব্ল্যাক হোলের মতো করাল দুঃখে।
নাই বা ভালোবাসলো সেই দেবী, শৈল্পিক রমণী ।
তুমি তো একদিন ভালোবেসেছিলে, আজো ভোলনি,
নেভার ফরগট মি। তোমার ক্যারিবিয়ান ব্লু
প্যারাডাইসের মতো অস্তিত্বের মেমোরি ল্যান্ডে
আজো আমার অবয়ব তোমার স্মৃতি-কোমল স্পর্শে
অস্থির কবিত্বে করে ঘোরাঘুরি । স্বর্গের চাদরের মতো
আমি তোমার মোমের মতো দু'পা এর পাতার নিচে
বিছিয়ে দিতে থাকি শব্দ-বাক্যে আমার সর্বোচ্চ দক্ষতায়
কুইন্টেসেন্শিয়াল সব প্রেমের পদাবলী ।


কৃতজ্ঞতা মাই লাভ, জন্ম থেকেই তুমি ছিলে আমার
ডেস্টিনি । আমার ডুবে যাবার প্রবল বাসনার বিপক্ষে
তুমি ছিলে আমার মোস্ট সুইটেস্ট প্রহরী ।
আমার সত্তার ভেতরের বিধ্বংসী নিউক্লিয়ার ফিউশনের
ভয়াবহতাও, আমার মাতৃভূমির শ্যামল মমতার মতো
কী দুর্দান্ত অনুরাগে সহ্য করেছ তুমি । সেই আমি তোমাকে
রবি'র লাবণ্যের মতো দর্শনে সরিয়েছি দূরে অথচ
তুমি আজো ভোলনি, নেভার ফরগট মি !


শুধু ইনামোরাটা, তোমারও তো আছে অভিমান জানি,
ক্রুয়েল শাসকের মতো যদিও অবজ্ঞা করি, তবুও
ভালোবাসো তুমি । কিন্তু সেই অভিমানে আজো তুমি
চেলো বাজাতে শেখোনি ।


(২৩.১১.২০২৩)