ইনামোরাটা, আজ কিছুদিন হলো
সারাক্ষণ ফেসবুকে পড়ে থাকি।


স্বাধীন এক দেবীর দগ্ধতার হুলিয়া নিয়ে যেন
পালিয়ে বেড়াচ্ছি প্রবল। সেদিন একটি ছেলে
কবিতা আসরের খ্যাতিমানদের দেয়ালে লিখলো,
"আমি কবিতায় ফিরে এসেছি,
আমি খুব বিসন্নতায় ভুগছি, আমার জন্য দোয়া করবেন।"
আমিও যেন তেমন প্রার্থনা নিয়ে দাঁড়িয়ে আছি,
পড়ছি বিড়বিড় করে কবিতার অলঙ্কারসমৃদ্ধ শব্দে
ক্ষমার সুরা। তুমি কি শুনতে পাও ইনামোরাটা ?


চারিদিকে চলছে ধরপাকড়, ইনামোরাটা !
ক্ষমতার এইসব অন্ধ দ্বন্দ্বের মাঝে যেন বেঁচে আছি
এক উল্টো দেশের অধিবাসীর মতোন, সামান্য পেঁয়াজও যেন
তার লেয়ারে লেয়ারে মেখে নিতে চাইছে স্বর্ণমূল্য
আধিপত্যবাদের সুখে।  শামসুর রাহমান এর অদ্ভুদ উটের পাই
পদশব্দ আর শুনি ঘাতক কাঁটাদের অবিরাম জন্মের খুনে চিৎকার।


প্রিয় ইনামোরাটা,
আমি আজকাল বিষন্ন হয়ে উঠি মানিকের পদ্মা নদীর মাঝির মতো,
নদী থেকে শুনি বাউল ধ্বনি...পদ্মা যেন ডাকে তার দামাল বুকে ।
আমার যত অভিমান অপ্সরী হয়ে উড়তে থাকে চারিদিকে,
বলে, হে দুঃখী সম্রাট, দুঃখ কোরো না, প্রতিটি প্রত্যাখানের মুখে
ব্যাবিলোনিয়ার ইশতার এর মতো, তুমি মুগ্ধকর নীল দুঃখের
দারুণ প্রতিরোধ্য তোরণ তোলো ।


ইনামোরাটা, তুমি আজো জানালে না, তুমি কি শেখোনি বাজাতে চেলো ?  


(১৬.১১.২০২৩)


ইনামোরাটা > Inamorata > প্রণয়িনী
চেলো > Cello > গভীর স্বরের বেহালাজাতীয় বাদ্যযন্ত্র