ইনামোরাটা, তোমার কী হয়েছে বলো তো ?
আমাদের সন্ধ্যাগুলোর অনুরাগ প্রমিত রূপ
তুমি গুগল ড্রাইভের মতো সান্ধ্য আকাশের
এক কোনায় রেখেছিলে আমার জন্য.......
সেগুলো আজ নেই, সরিয়ে ফেলেছ ?


অবদমিত জীবনের মহা দানের এ ভারে
হয়তো ছেড়ে দিয়েছিলাম হাল, চাইনি
আমার এ বাগানে ভরে উঠছিল যেসব
অনুভূতির সাপ, তাতে তোমার মৃত্যু হোক ।
তোমার মোমের মতো গাল টিপে ছোট্ট শিশুকে
আদর করার মতো বলেছিলাম, সুখে থেকো,
না কাড়ে যেন সূর্য না কাড়ে যেন অন্ধকার
তোমাকে।


ইনামোরাটা, বুকের বা' ভূখন্ডে মৃত্যু যেন
গেড়েছে জমাট কনসেন্ট্রেশন ক্যাম্প । যে কোনো
মুহূর্তেই আখ্-তুঙ বলে গুলিবিদ্ধ করা হবে আমার  
চিন্তা চেতনা আর অভিমানের স্টাবর্ন স্কাল এন্ড চেস্ট,
স্তব্ধ হবে আমার অভিযোগের মহা সমুদ্র গর্জন ।  
জীবনের পৃষ্ঠাগুলোর দিকে তাকালে দেখি,
একটিও পরিপূর্ণ নেই সমৃদ্ধ শব্দ-বাক্যে, নেই
শত সম্ভোগের তৃপ্ততার মতো অনুভব, ক্রিয়েট
করা হলো না সেই সাবস্টেনশিয়াল লিটারেচার,
যা যেন রেখে যাওয়া যেতো হাউজ ওফ উইজডমে
বা আলেকজান্দ্রিয়ায়, তোমার মতো কেউ ইনামোরাটা,
পড়তো এসে গভীর ভালোবাসায়, আমার জীবনের
হয়তো বা সেই-সব টিটুলার ট্রান্সলেশনস্ ।
তাহলে কী করে ব্যর্থ আমি মিশে যাই
তোমাদের সাথে ? বিচ্ছিন্ন দ্বীপের মতো অহংকারই
আমাকে বাঁচিয়েছে প্রতিরোধে ।


ইনামোরাটা, তুমিও কি শিখলে না বাজাতে চেলো
আমার প্রতি কোনাে কষ্টের প্রতিশোধে ?


(২০.১১.২০২৩)


ইনামোরাটা > Inamorata > প্রণয়িনী
চেলো > Cello > গভীর স্বরের বেহালাজাতীয় বাদ্যযন্ত্র