ইনামোরাটা, তুমি আমার চির বসন্তের আখ্যান ।
মাগরিবের এর অনন্য বিষাদী শীত সন্ধ্যা । তুমি
মেঘনার উপর স্টীমারের বারান্দায়, আমার পাশে
দাঁড়ানো সেই দেবী, যার জন্য কনভিন্সড আমি,
কেমন ছিল ওদের প্রেমের দহন,
নুরজাহান-নজরুল, ফেনি ব্রাউন-এলিয়েট ।
তোমার দেহের মোমের মতো স্পর্শের যতো
ফাংশনস্ মুছে দিয়ে কখনোই করবো না
এ হৃদয়েকে রিসেট ।


তুমি স্ট্রাইসেন্ডের সঙ্গীত "ওমেন ইন লাভ",
প্রেমিকার প্রাপ্য অধিকারের সেই ঐশ্বর্যময়
সুরেলা চিৎকার, যার মর্যাদা আমি দিতে পারিনি।
সমুদ্র দূরত্ব বিভাজনে সৃষ্ট আমাদের বেদনাদের
ফোর্ট নক্স এর মতো সুরক্ষিত রেখেছি। দুগ্ধপোষ্য
শিশুর সেন্সেটিভ ত্বকের মতো আমাদের নিয়ে
কবিতার পর কবিতার শরীরে সেসব বেদনা
পরম যত্নে লোশনের মতো মেখে চলেছি।


অথচ ইনামোরাটা,
আমি চেয়েছিলাম প্রখর রৌদ্র, প্রবল জ্যোস্নার
দিন-রাত্রি । তুমি আর আমি । জীবনের ম্যাজেস্টিক
প্রান্তরে প্রেমের দুর্বার দুই অভিযাত্রী ।


ইনামােরাটা, আমি চেয়েছি তুমি হবে শেহেরজাদী,
বাজাবে মধুর চেলো, এরাবিয়ান নাইটস্ এর মতো
মোম গলা নিসর্গের সহস্র এক রাত্রি।


(২১.১১.২০২৩)