ইনামোরাটা, তুমি যে কোনাে একটি
"বানানা রিপাবলিক" থেকে পাঠাও
মর্তমান কলা বোঝাই জাহাজের শিপমেন্ট ।
আমি বিলিয়ে দেবো রুটিন বাঁধা
প্রতিবাদের এই হাস্যকর মাঠে । কলা খেতে থাক
দারুণ সংগ্রামীরা, আর ওদিকে আধিপত্যবাদ
উপভোগ করুক সেভেন কোর্সের ডিনার, লাঞ্চ
এন্ড ব্রেকফাস্ট । হয়রানির হুতোম পেঁচারা
ডেকে যায় ইনামোরাটা, আমাদের নাইটমেয়ারিশ
ঘুমের শিয়রে । আমরা সব স্যাক্রিফিশিয়াল
ল্যাম্বের মতোন দাঁড়িয়ে আছি জনতার নুন খাওয়া
এইসব নেমকহারামীদের ক্ষমতার নগ্ন কার্নিভালে।


ইনামোরাটা, ঐ আকাশের বিদ্যুতের মতো হানে
তোমার রূপ এর স্মৃতি । মহা আমাজন অরণ্যের
উপর রাত 'ভর বৃষ্টির পর, আটটি দেশব্যাপী
জলসিক্ত তীব্র সবুজের মতো ভাস্টলি স্নিগ্ধ তুমি ।
তোমার পাশে ফুটপাতের ডিজিসড ভিখারীর
মতো আমি । তবুও আমাকে ভালোবেসেছিলে,
গ্রীকের মতো অপরূপ
হে মিস্টিকাল এন্ড ম্যাসমেরাইজিং দেবী ।


নাকি দেখেছিলে আমাকে
এক জীবন প্রত্যাখ্যাত বিষন্ন কবি ?
মমতার নদী থেকে নদী ভেসে ভেসে একদিন
মিশে গিয়েছিলে প্রেমের সপ্ত সমুদ্রে ।
তোমার মোমের মতো দু'পা, ঠোঁট, স্তনের মাধুরী
আমাকে করেছিলো যেন মহা অহংকারী এক
গোলাপ শোঁকা মোঘল সম্রাট ।
টিপে দিলে যেন বাটন,....... রিস্টার্ট ।


ইনামোরাটা,
তুমি শেখো শেখো প্লিজ, চেলো বাজানোর সেই
ফাইনেস্ট ফর্ম অফ মিউজিক্যাল আর্ট ।


(২১.১১.২০২৩)