জনম জনম যায় জন্মকে বুঝিবার
রহস্যে ঘেরা খুব জন্ম উপহার
কে রুধিতে পারে জন্মের অধিকার
জন্ম মাঝে সুখ জন্ম মাঝে হাহাকার
জন্ম মাঝে আছে জানি দারুন বাহার
আছে বেদনা আর্তি দুঃসহ চিৎকার


কে বলে সুখে পূর্ণ ছিলো জীবন তাহার
কে কাঁদেনি দুখে জীবনে বারেবার


কারো মুঠোবন্দী রহস্য এই শ্রেষ্ঠতার
ক্রুর সত্যে সব লিপি যেন মিথ্যাচার
মিটিয়ে দায় কেনো নিতে হবে পুরস্কার
জন্ম ও জীবন স্বীয় অর্থেই পবিত্রতার


জন্ম নিয়ে খুঁজে সবে কি দাবী তার
কার সে ক্রীড়নক কোন সে অবতার
জন্ম নেয়া মানে জীবন আবিষ্কার
কতটা ভালোবাসার কতটা ক্ষমার
কতটুকু প্রেম আর কতটা ঘৃণার
জন্ম এক উত্তেজনা মানব খেলার
অনড় নিগুঢ় এক মানব মেলার
কেউ নয় নিশ্চিত কি মাহাত্ম তাহার
খুঁজে খুঁজে খুলে যায় মৃত্যুর দ্বার
অসমাপ্ত থেকে যায় যাত্রা সবার
কেউ কেউ পেতে চায় আরো একবার
কারো কারো প্রাণ চায় প্রদীপ নেভার


ঐ যে দেখাে অনেকের দুখের মিনার
ঐ শোনো সুর কারো সুখের বীণার


বৈষম্য দেখে আমি সতত কেঁদেছি
প্রশ্নে প্রশ্নে আমি শুধু ক্লান্ত হয়েছি
নিরুত্তর জীবন আমি দারুন দুষেছি
আজন্মকাল বেশী যেন দুঃখ সয়েছি।


(লিখেছি যা, তা কখনোই শেষ কথা নয়
জন্ম ও জীবন বন্ধু হোক তোমার আনন্দময়)


(০১.১২.২০২০)


(কৃতজ্ঞ সৃষ্টিকর্তার নিকট, বাবা-মা'র কাছে, এবং - সেই ফেরেশতারূপ রণদেবদূতগণ আর সেই মহান নেতা, যাদের আত্মদানে, পেয়েছি 'এক জন্মকালের' স্বাধীন জীবন - গর্বিত স্বাধীন পতাকায়, স্বাধীন মানচিত্রে, স্বাধীন জন্মভূমির মাটিতে, আমাদের হৃদয়ের বাংলাদেশে! তারপর একদিন জন্মের পরিসমাপ্তি আমার স্বাধীন বাংলাদেশে। )