আমার কৈশোর যুবকবেলার
যত প্রেম শূন্যতা আজও খেলা করে চারপাশে,
তারা বাধ্য করে লুটিয়ে রাখতে আমার প্রার্থনা
মৃত্যুর পায়ে ।
শুনতে চাই না তোমার কৈশোর যৌবনের
একটিও হিরন্ময় গল্প....
শুধু চাই তুমি এনে দেবে
আমার এই মধ্য গগণ সময়ের সূর্য তলে
প্রেম পূর্ণ তৃপ্ত সবুজ কৈশোর আর অগ্নি রাঙা
যুবকবেলা.....
পুড়িয়ে ছাই করে দেবে
প্রেম শূন্যতার অমানিশার মতো পর্দা যতো
আমার চারিদিকে দোদুল্যমান ।
(১২.০২.২০২৪)