বিধাতার পৃথিবীতে শয়তানের জয়,
যুদ্ধ দানব উল্লাসে হাসে
বিধাতাকে নীরব থাকতে হয় ;
মরে বিধাতার কত যে মানুষ,
তবু বারে বারে ওড়ে যুদ্ধের ফানুস,
রক্ত পায়ী উন্মত্ত আকাশে ভাসে,
ইউরোপ আমেরিকা রুশ ;


"কার্পেট বম্বিং" এ ঝলসে যাওয়া দেহ,
পুড়ে যাওয়া চামড়া খসে পড়া মাংস,
আজো "টিভি ফুটেজে" কী দুঃসহ নারকীয়,
কম্বোডিয়া ভিয়েতনাম "নিক্সন" দুরাত্মা কংস,
"গ্লোবাল" কূট রাজনীতির দানবীয় অংশ;


আরব্য রজনী আলোকিত করে "টমাহক" !
ঝাঁকে ঝাঁকে যায় উড়ে প্রাণ কাড়ে অকাতরে
প্রতিটি বিস্ফোরণের বিধ্বংসী ঝলক;
মৃত্যুর চিৎকারে ভরে যায় আরব্য রজনীর দেশ,
যুদ্ধ দানবেরা সব বিধাতার বদ জ্বিনের দরবেশ ;
সাহসী খলিফা ছোঁড়ে রুশীদের তৈরি "স্কাড",
তবু গিলে খায় যুদ্ধ দানব বিধাতার বাগদাদ;


"স্টপ জেনোসাইড", একাত্তর, তিরিশ লক্ষ প্রাণ,
আজো ক্ষমা চায়নি যুদ্ধ দানব, পাকি ঐ শয়তান;


রক্তের সাগরে স্নান করে যুদ্ধের দানব
তবু হয় না বিচার হয় না তাদের ফাঁসি,
নিশ্চুপ বিধাতার এ পৃথিবীতে যুদ্ধের দানব
স্বর্গের মতন সুখে বাজায় মৃত্যুর সুরে বাঁশি;


শিঙা ফুঁকো ঈস্রাফিল, শিঙা ফুঁকো !
বিধাতার বান্দা মারে যুদ্ধের দানব
তবু কোন্ ঐ কেয়ামতের অপেক্ষায়
শিঙা হাতে তুমি চুপ করে বসে থাকো ?


(০৫.০১.২০২৩)