জুলিয়েট,
পাঁচটি দিন কেটে গেলো তোমার সাথে;
কেটেছে বেলা, অব্যক্ত মান-অভিমানে
কখনো কচিৎ স্বল্প কথোপকথনে;


জুলিয়েট,
আজ বৃহষ্পতিবার,
প্রজাপতিগুলো বলছে বার বার,
দু'টো দিন তোমাকে দেখবো না আর;
বুকের মাঝে অজস্র হাহাকারে
জানি কাটবে দুটো ছুটির দিন,
বিশ্রামের মাঝে থাকবে খুঁড়ে বেদনার অনন্ত নীল;


জুলিয়েট,
তুমি কোনো কথা বলো না ওদের সাথে;
হাসবে না তুমি ওদের কোনো ঠাট্টায়!
জানি না
কেনো যে ক্ষত-বিক্ষত হয় আমার হৃদয়;
এই আমি, হতে চাই শুধু তোমার ঐকান্তিক প্রশ্রয়;
তুমি হবে আমার, তোমার হাসি কান্না দুখের ভার
আর কারো থাকবে না অধিকার;


জুলিয়েট,
দেখা হবে রবিবারে, ব্যস্ততার ওই জনারণ্যে,
কথা দাও জুলিয়েট,
তোমার সর্বস্ব গচ্ছিত থাকবে,_ আমারই জন্যে।


(০৬.১১.১৯৯৭)