"জুলিয়েটনামা ১৮"


সারাদিন কেটে যাবার পর, চলে যাবার ঠিক আগে,
অভিমান পর্ব ভেঙ্গে, উচ্চারণ করলে সন্তর্পণে,


"তাকান আমার দিকে";


ধীরে ফেরালাম আমার মুখ, ইচ্ছে করে নিজে হেরে,
ফিরিয়ে দিলে আবার, ভালোবাসার সে পুরোনো অসুখ।


(০৫.০৩.১৯৯৮)


----------------------------------------------------------------


"জুলিয়েটনামা ১৯"


ফিরে এলাম তোমার দুয়ার হতে;
কড়া নাড়িনি,
ডাকিনি তোমাকে মৃদুস্বরে;


অথচ হৃদয় ভরে ছিল চিৎকারে;


নিঃশব্দ চলে আসা,
তুমি বোধহয় জানোও না;
মোমবাতি গলে গলে যায়
                        যন্ত্রণায়,
তুমি বোধহয় বোঝোও না।


(১২.০৩.১৯৯৮)


----------------------------------------------------------------


"জুলিয়েটনামা ২০"


কোথায় পালিয়ে যাও, জুলিয়েট?
প্রতিদিন সন্ধ্যার আগে, ব্যস্ততার ফাঁকে হঠাৎ তুমি নেই!
কেনো তুমি না বলে পালাবেই, জাগাবে বেদনা প্রতিটি সন্ধ্যা'র লগনে;
এ কেমন স্বভাব তোমার? আচ্ছা, আমি যদি এরকম করি!
প্রতিদিন দুখের ফুলঝুরি সঙ্গে করে নিয়ে গোপনে,
কিছু না বলে যদি পালিয়ে আসি? যেটুকু বেদনা আমার জাগে,
তার কতখানি জাগবে তোমার হৃদয়ে?
সত্যিটাই বলো, আর কতটুকুই বা পারবে বাড়াতে আমার দুঃখ!
একেবারে ফিরে যাবার আগে জেনে রাখি,
এই ভালোবাসাটি আমার,_ আসলে কতটুকু মুখ্য?


(১৬.০৩.১৯৯৮)