"জুলিয়েটনামা ৫"


হাওয়ায় উড়ছে তোমার ওড়না,
ব্যস্ত শহরের রাস্তার বাতাসে, জুলিয়েট;
উড়ছে তোমার লাল ওড়না,
যেনো নীড়ে ফিরছে আহা! আমার হৃদয়ের রঞ্জনা,
অপূর্ব মেলে দিয়ে তার লাল পাখনা!


তিনতলা'র জানালা দিয়ে ঝুঁকে পড়ে
তাকিয়ে দেখছে মুগ্ধ চোখে, বেদনাক্রান্ত একটি বোকা;
ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তা, লাল টুকটুক প্রজাপতির মতো
পার হয়ে গিয়ে দাঁড়ালে বাড়ী ফেরা সব সঙ্গীদের সাথে;
জুলিয়েট, জুলিয়েট.....তখন একটি চিৎকার বোকা বুকে,
অলীক আরক্ত এক অনুভবে, যদি একবার ফিরে তাকাতে..


আঘাত দিয়েছি আজ;
ভয়ে ভয়ে চিত্তটি ছিল শঙ্কায় সংকুচিত,
যদি হঠাৎ কেঁদে ফেলো!
কাঁদোনি, নতুবা দ্বিধা হতো এ ধরণী,
ধ্বংসস্তুপ হতো জীবন যাপন;
তাই বোকাটি কৃতজ্ঞ, গ্রহন করে নাও কৃপায়,
আমার লজ্জিত এই মন।


(০৯.১১.১৯৯৭)


--------------------------------------------------------------


"জুলিয়েটনামা ৬"


অভিমানে অভিমানে,
কেটে যাবে তোমার প্রেমে,_ সাত রঙে রাঙা যত দুর্দিন;
তারপর হঠাৎ একদিন,_ চলে যাবে দূরে,
তুলে নেবো দূরবীন, দেখবো খুঁজে সেদিন,_ সব উত্তর;
কেনো বলা গেলো না, কিসের জন্য,
এত অভিমান, রাগ, ক্ষোভ?
জুলিয়েট তুমি কি সেই প্রেম,
হৃদয়ে গোপন থেকে যায় সবকিছু, পিনপতনের মতো নীরব?


(০৯.১১.১৯৯৭)