কেনো লিখি কে জানে!
"জীবন সুন্দর" শুনে শুনে
কেটে গেল হারামী জীবনে।


কেনো চাই কে জানে!
বন্ধুত্ব, প্রেম এইসব রক্তচোষা জোঁক
জীবনের দেহ থেকে টেনে টেনে
কেটে গেলো বিতৃষ্ণ মনে।


কেনো পাই কে জানে!
অযথা এ আয়ুটাকে ছিঁড়ে ছিঁড়ে
ইচ্ছে হয় উড়াই শকুনের মতো
কোনো জীবন চেটে খাওয়া  
গণিকার গগনে।


কেনো খুঁজি কে জানে!
খুঁজেই তো পাই না কী অর্থ
কী তার মানে!
বলদের মতো
এই শুকর জীবনের ঘানি টেনে!
বজ্জাত জীবনের কষ্টগুলোই
কবিতার বুকে কাঁদে ক্ষণে ক্ষণে ।


(৩০.০৫.২০২৩)