সেদিনের ফাগুনের দ্রোহমাখা রাজপথে,
দেখেছিল নিশ্চয়ই ওরা মিছিলে যাবার আগে,
কৃষ্ণচূড়াগুলো লাল ফুলে সারাটা শহর রাঙিয়ে রেখেছে!
প্রেয়সীর খোঁপায় গুঁজে দেবার কথা কৃষ্ণচূড়া,
ফাগুন আগুনে হৃদয় উদ্বেল বাতাস মুখরিত এ দিনে,
আ-মরি বাংলা বর্ণমালায়,
লেখার কথা ছিল প্রেমের কবিতা ওঁদের;


অথচ যেতে হলো, বাঁচাতে জননীর মুখের মধুর ভাষা,
কবিতার জন্য মাতৃভাষা, বাঙালির জন্য বাংলা ভাষা;


কারণ বিজাতীয় পশুরা,
বাঙালিদের বাংলায় কথা বলতে দেবে না;


ডালে ডালে ফাগুনের লাল, তবু যেন
বুকের লালে রাঙাতে হবে আজ রাজপথ;
মিশিয়ে দিতে হবে বাংলা ভাষায় কিংবদন্তীর লালিমা,
ওঁদের মনের গভীরে ছিল সে রক্তের শপথ;  
সেদিনের আটই ফাল্গুনে, ওঁদের জীবনের বদলে,
রেখে গেলো বাংলা ভাষাটির জন্য,
চির ঐশ্বর্যে অমর এক বিচরণ পথ;


আহা আমাদের ভাইগুলো,
রফিক জব্বার সালাম শফিউর বরকত।


(২০.০২.২০২১)