সেদিনের ফাগুনের দ্রোহমাখা রাজপথে,
দেখেছিল নিশ্চয়ই ওরা মিছিলে যাবার আগে,
কৃষ্ণচূড়াগুলো লাল ফুলে সারাটা শহর রাঙিয়ে রেখেছে!
প্রেয়সীর খোঁপায় গুঁজে দেবার কথা কৃষ্ণচূড়া,
ফাগুন আগুনে হৃদয় উদ্বেল বাতাস মুখরিত এ দিনে,
আ-মরি বাংলা বর্ণমালায়,
লেখার কথা ছিল প্রেমের কবিতা ওঁদের;
অথচ যেতে হলো, বাঁচাতে জননীর মুখের মধুর ভাষা,
কবিতার জন্য মাতৃভাষা, বাঙালির জন্য বাংলা ভাষা;
কারণ বিজাতীয় পশুরা,
বাঙালিদের বাংলায় কথা বলতে দেবে না;
ডালে ডালে ফাগুনের লাল, তবু যেন
বুকের লালে রাঙাতে হবে আজ রাজপথ;
মিশিয়ে দিতে হবে বাংলা ভাষায় কিংবদন্তীর লালিমা,
ওঁদের মনের গভীরে ছিল সে রক্তের শপথ;
সেদিনের আটই ফাল্গুনে, ওঁদের জীবনের বদলে,
রেখে গেলো বাংলা ভাষাটির জন্য,
চির ঐশ্বর্যে অমর এক বিচরণ পথ;
আহা আমাদের ভাইগুলো,
রফিক জব্বার সালাম শফিউর বরকত।
(২০.০২.২০২১)
দারুণ হৃদয়গ্রাহী ও ব্যথা বিরহে অনন্য শৈলিতে অসাধারণ দেশাত্মবোধক লেখনী ।
ভালো লাগলো
আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন সম্মানিত কবি ।
ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর ।
অবিনাশী সূর্য"
(হাসান হাফিজুর রহমান)
"'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি"
(লেখা--আবদুর গফফর চৌধুরী,
সুর--শহীদ আলতাফ মাহমুদ)]
সার্থক কাব্য 'কিংবদন্তী.........মহিমা......
নয়নতারা***
শুভকামনা রইল প্রিয় কবি
আমরি বাংলা ভাষা
ভাষা আন্দোলনের সকল বীরদের প্রতি অশেষ শ্রদ্ধাঞ্জলি আর আপনার প্রতি শুভেচ্ছা রইল।
আজকের দিনের অনবদ্য নিবেদন 💙
মহান মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা আর রক্তিম অভিনন্দন জানিয়ে গেলাম কবি বন্ধুকে।