কবি! শোনো!


বিগত দিনের রাজ ইতিহাসে,
বিজয়ী রাজার পাশে, বিজয়ী সেনাপতির
দৃঢ় অহংকারী মুখ, তুচ্ছতার ছটা চোখে,
ডান হাতে তরবারী মুষ্ঠিবদ্ধ,
বা’হাতে সুচাগ্র পতাকা দন্ড, ক্ষিপ্রতায় মাটি ফুঁড়ে প্রোথিত
এ দৃশ্য
পড়নি পাতায়, দেখোনি ছায়ায়?


ঐ অহংকারী মুখের মাংসপেশী শিথিল করো
তরবারি খাপে, আর দন্ডটি দশ হাত দূরত্বে ছুঁড়ে ফেলো


শুনোনি! স্রষ্টার শ্রেষ্ঠ মানব মুহাম্মদ (সাঃ)
যুদ্ধকালিন নারী ও শিশু তো নয়ই,
বিজয়ের পরে একটি শত্রুকেও হতে দিতেন না বধ


কবিতার যুদ্ধ কবিতার সাথে, পবিত্র পতাকা উড়িয়ে
বীর পেশল বাহু বন্ধনে, ভ্রাতৃত্বের মহিমা ভজনে
সদা মিত্রতায়, সদা হাস্যে, পৃথিবীটা দু’জনে একসাথে রাঙিয়ে
বন্ধুর কবিতার রঙ, ছড়াও যত ইচ্ছে, তোমার কবিতার হৃদয়ে,
তবে কৃতজ্ঞতায়, অস্বীকার করে নয়, সেতো বন্ধুত্ব নয়?
সত্যকে বিনাশ করে নয়, সত্যকথন হত্যা করে নয়
কবিতা যদি হৃদয় আঘাতী অস্ত্র হয়
তুমি আর কবিতা লিখতে যেও না, গদ্যে হিজরত নির্ধারিত নিয়তি তোমার


প্রকৃত বন্ধু বুঝে নিতে শেখো
নিয়ত ঈর্ষার কালো বিষের কালিতে, তোমার কবিতা বিষিয়ে যাবে
একদিন হঠাৎ দেখবে, কোথাও কেউ নেই চারপাশে,
শুধু ঘৃণ্য স্তাবকের বিনাশী নৃত্য, তোমার কবিতা কঙ্কাল অর্চনাতে


আমি ঠিকই রয়ে যাবো বন্ধু, হৃদয় নিয়ে
তবে তোমার কারণেই তোমার থেকে অনেক দূরে
লিখে যাবো নক্ষত্রলোকের মতো দ্যুতিময় রাশি রাশি কবিতা
আমার নির্মোহ নিরঅহংকার কর্মে, আমার কবিতার পাশে
জ্বেলে রাখবে প্রদীপ, প্রকৃত বন্ধুরা, সুধীজনে ভালোবেসে


তোমারই ক্ষতি, ক্রুদ্ধ অন্ধত্বে হারালে এক বন্ধু
নিয়ে এসেছিলাম অমৃত শব্দ, ছন্দ, সুর
বোধের সংকীর্ণতায় সরিয়ে দিলে বহুদূর,
তবু কবি হৃদয়ের ভালোবাসা অভিশাপ হবে না


আমার শব্দেরা, উন্মুক্ত নীলের মতো
তোমার ঈর্ষার কালো, কখনো নাগাল পাবে না, পেলেও
শুদ্ধ মেঘমালা মুছে দেবে সযতনে
শুভ্র মেঘের মন অহেতুক পঙ্কিলতা ভালোবাসে না


তোমার বাগানে আমি এসেছিলাম, অজানা অনাঘ্রাত,
ইন্দ্রলৌকিক সুগন্ধি শুভ্র ফুলের মতো
দৃকপাত মাত্র করোনি, অহংকারী অবজ্ঞায়
সহস্র কবিতায় তোমার কত ফুল ফুটে আছে
দুঃখ! তবুও তুমি, বিষম বিফল চিনে নিতে,
এই স্নিগ্ধতার বন্ধুতাময় পুষ্পটিকে
সন্দেহ! আদৌ কি ভালোবাসা কথা বলে,
তোমার ঐ হৃদয়ে, কলমে আর?


আমি এক ধূমকেতু, নীলচে আকাশে হৃদ্যতার সংকেত
আমি এক রাত পাখি, জাগাতে তোমার নির্বোধ ঘুম
আমি এক সফেন ঝর্ণা, ধুয়ে মুছে দিতে কবিতায় পাপ
আমি এক দৈব সিড়ি, আলোকিত কবিতার প্রথম ধাপ


জেনো, আমার আবেগী হৃদয় আগে, আর কবিতা এরপরেই
আমি কখনো কবিতার শরীর অপবিত্র করি না
তুমি যদি করে যাও হে সখা,
একদিন শুদ্ধ কবিতারা, তোমায় আর ভালোবাসা দেবে না।


আর একটিও নয় অপবিত্রতা, থামো!
শুরু হোক, নক্ষত্রসম শব্দ বুননে একের পর এক কিংবদন্তী কবিতা।


(১৬.০৫.২০২০)