কবি, তুমি কখনো সুখী হতে পারবে না।


দেখো, দেখো....ঐ যে মুদী দোকানদার
কী সুখে ঝুঁকিয়ে মুখ দেখছে হিসেবের খাতা।


তবে ওকে কখনো বলতে যেও না,
তোমার বুক জুড়ে কেন যে থাকে
             কী এক অচেনা চিনচিনে ব্যথা!


না হলে দেখতে হবে তার তীর্যক দেহ ভঙ্গিমা
আর শুনতে হবে সাথে কিছু ব্যাঙ্গাত্মক কথা।


কেননা সংসার মাঝে সরলরৈখিক শান্তিগুলাে অর্জন করাই....
তার কাছে কবিতার মতো সৃজন, অনবদ্য শৈল্পিকতা।


(জুলাই ১৪, ২০২০)
এবং
(অক্টোবর ১২, ২০২৩)