কবিতার হন্তারক যে আমার
ভালোবাসি তাকেই বার বার
সে জলের মতো ঘিরে আছে
এ নিঃসঙ্গ দ্বীপের মতন হৃদয়ের চারিধার
অভিমানে জ্বলি
ছাই হয়ে উড়ি
তবু চাই শুধু দেখতে
তার মিষ্টি মুখটিই বারবার।


**************


কর্ম ব্যস্ততার পর
ঘিরে আসে চারিদিকে দুঃখের সাগর
ভেসে থাকে অকুল জলে
আমার বাড়ী আমার ঘর
বেদনা ভারে ভাবি কারো কথা
অথচ তার মনে থাকে না এমন ব্যথা
সে শুধু ওড়ে আর ওড়ে
তার ইচ্ছের আকাশে নীল রঙের
অনন্ত অন্তর ।


জানি খুব ব্যর্থ এ বেদনা
তবুও নিথর এই জল বন্দী কষ্ট থেকে
আমিও সব ভুলে পারি না মুক্ত হতে  
শুধু ডুবি আরো ডুবি
শ্বাসরোধী তাকে ভাবার ভেতর।


(১৯.১০.২০২২)