আমার দিনগুলো সব, শুষ্ক থাকে, দুর্নিবার রাগে


আমার দিনগুলো সব, সিক্ত থাকে, কষ্ট অনির্বাণে


আমার আকাশ, বেদনায় থাকে, মেঘে মেঘে ঘন নীল
নিভে যাওয়া সব তারাদের যেন অন্তিম ঝিলমিল


আমার সাগর, স্বচ্ছ অতি, জল করে টলমল
হৃদয় ভেঙ্গে, টুকরো পাথর, ভরে উঠেছে তল


আমার পাহাড়, ঐ উঁচুতে, উঠে গেছে বহুদুর
ফাটলে ফাটলে, ফোঁটে অনন্ত, নির্জনতার সুর


আমার নদী, একা একা চলে, আঁকাবাঁকা দিশেহারা
খুঁজে কি পাবে না, মিলন মধুর, দীপ্ত ঝর্ণাধারা


আমার পথে, ধুলি ওড়ে শুধু, খর দুপুরের রোদ
বৃষ্টি তারে, গিয়েছে ভুলে, ভেঙ্গে শত অনুরোধ


আমার বনে, নিঝুম আঁধার, ছড়িয়ে রাখি কষ্ট
ক্ষমা নেই তবু, বারে বারে বলো, ব্যর্থ পথভ্রষ্ট


মেকি দুঃখে নাকি, বয়ে চলেছি, এই জীবনের ভার
আপনা ছাড়া, কে বুঝেছে, কত-যে কষ্ট কাহার


ছবিতে ছড়াই, আমি নাকি শুধু, বিষণ্নতার রঙ
এসো তবে সখা, পাল্টে নেই, এ জীবন-টা বরং?


কেনো জানবে না, যদি তুমি হও, সত্যি প্রিয়জন
কষ্টের ঝাঁপি, বন্ধ রেখে যে, দেখাই সদা সাতরঙ


যদি না থাকে, স্নিগ্ধ সবুজ, ভেজা ভেজা অভিমান
কোন সে জীবন!, চিনি না আমি, যেথা নেই হৃদিটান


কবিতার মতো শব্দ রঙে
অনুরাগ আর বিস্ময়ে


বন্ধু যদি পারো!


হিসেবের খাতা ছুঁড়ে ফেলে দিয়ে
এসো তবে তুমি নব হৃদয়ে  


ভালোবেসো একদিন।......আমাকে....আবারো।


(রচনা: ১২.০৪.২০২০)