মাঝে মাঝে মনে হয়
আমার কোনো বোধ নেই ।
সংসার, বাজার, কবিতার
নারী, ঈশ্বর, রাষ্ট্র অথবা
জীবন কামুকতার.......


অসম্পূর্ণ যেন এক অবয়ব
স্তব্ধ এবং ভুল ।


তারপর হঠাৎ টান মারে
এই অস্তিত্বে আমূল,
নাড়ী বেয়ে মায়ের ডাক,
পেটের পৃথিবী, অর্থের হুল,
আর
কখনো চিনে উঠতে না পারা
কঙ্কাবতী ও তার কাশফুল ।


(২৫.০৩.২০২৪)