কত করে আলু ভাই কত করে ডিম ?!
ব্যাটে বলে ধরাশায়ী জনতার টিম ।
প্রগতির কফি কেকে কারা খায় ক্রিম ?
জনতারা সুখে যদি, কেনো করে স্ক্রীম?


ঐ দেখো টানেল আর ঐ দেখো ব্রিজ !
বেঈমান হয়ে কেউ কোরো না খারিজ ।
এক্সপ্রেস ওয়ে আছে ওয়েস্টের ফিলে,
ঐ যায় মেট্রো দ্রুত মতিঝিলে!


তবে কেনো জিজ্ঞাসা সবজির দাম !
ট্যাক্স দাও নেতা পালো ফেলো আরো ঘাম।
ঘুষ কেনো বলো যেটা নেতাদের সেবা
জমিজমা বাড়ী-বউ সব দিয়ে দিবা।


জনতার অধিকার সেটা কোন্ চিজ্ !
নেতাদের অবদান করবে না টিজ্।
চাল ডাল বাদ দিয়ে ছাই-ছাতু খাবা
নমঃ নমঃ করে যাবা প্রগতির থাবা।


ক্ষুধা পেটে ভুল করে বলবে না, শিট,
প্রগতির দেয়ালের খুলে খাবো ইট !
কটু কথা বলবে না করবে না হিট
নেতাদের দাবি দাওয়া করে যাবে মিট।


ভোট দিয়ে চোট খাবে জনতার জানা
তোতা পাখি হতে হবে প্রতিবাদ মানা
চাল ডাল পেঁয়াজের দাম এত কৈ ?
প্রগতির নেতাদের মুখে শুনবোই  !


কত করে চাল-ডাল পেঁয়াজ আলু ডিম ?
এর সাথে যোগ হয় প্রগতির ঋণ !
প্রলয় শিঙ্গা যেনো প্রগতির বীণ !
জনতার পিঠে ছুরি প্রগতির দিন।


(১১.১১.২০২৩)


** আমি প্রথমে মুজিব ভালোবাসি।  এই মহান ব্যক্তির জন্যই বাঙালির একমাত্র  স্বাধীন দেশ এই বিশ্বে। ভালোবাসি মুক্তিযুদ্ধ, পতাকা, বাংলাদেশ এবং তার সাধারণ জনতা। কিন্তু নিত্যদিনের সামান্য চাহিদার ক্রয় ক্ষমতা কেড়ে নিয়ে যারাই কাঁদাবে সরল জনতাকে, তাদের মন দিয়ে ঘৃণা করি । বেসিক নিডস মেটাতে না পারা বঞ্চিত, অসুখী সরল জনতার কাছে উন্নয়ন এর লেশমাত্র মূল্য নেই ।


** যাদের বুঝতে অসুবিধা হয়েছে, তাদের জন্য :  team / cream / scream / west এর feel এ / cheese / tease / shit - ধুর বা ধুৎতরি অর্থে / hit / meet  - to meet demands.