“জেরিনপাঠ ১০”


প্রান্তরে ছুটি হতেই, সবাই ফিরতে লাগলো বাড়ি;
আমাদের দু’জনকেও ফিরতে হবে মায়ের কাছে;
মা-ছাড়া এই মধ্যজীবনে, দু'জনের নেই আর কোনো সঙ্গী;


হঠাৎ বৃষ্টি অঝোরে, ঝম ঝম!
গ্রন্থাগারে চোখ তুলে তাকালাম তোমার দিকে;
হেডমিস্ট্রেস সাজে,_ তুমি চমৎকার এবং নির্বিকার;
চোখের মিনতির টোকায় খুল্লো না তবু হৃদয়ের দ্বার;
তোমার হৃদয় জুড়ে তখন বেইলী রোড;
শাড়ি, কেক, পেস্ট্রি, সহদোরার জন্মদিন;
তিন নাম্বার গেট দিয়ে বেরিয়ে গেলে গট্ গট্ করে_
হেডমিস্ট্রেস, আমার হেডমিস্ট্রেস!


মনে পড়লো গতদিনের শপথ;
বদলে যাবো কাল হতে, কারো ভালো লাগুক আর নাই লাগুক!
তোমার শপথের শরে বিদ্ধ হবো আমিও, বিউটিফুল হেডমিস্ট্রেস?


কাকভেজা, জ্বলছে শলাকা, রিকশা_
যখন অনেক কষ্টে বাস; বাড়ির পথে ছুটছে,
এলো তোমার এসএমএস_
“কেমন বন্ধু তুমি? একটুও নিলে না খবর কিভাবে ফিরছি বাড়ি?”


আহারে হেডমিস্ট্রেস, মেয়েরা পারেও বটে আশ্চর্য নখরামি!


(সেপ্টেম্বর ২৬, ২০১৬)


----------------------------------------------------------------


“জেরিনপাঠ ১১”


কোনো কিছুই সঠিক জানা হলো না জীবনে;
যেমন জানা হলো না,
কোন রূপটি আসলে সঠিক ভালোবাসা, নর এবং নারীর মাঝে;
অতৃপ্তির বিতৃষ্ণ বিবমিষা,_ ডেকে আনবে ঘোর অমানিশা;
ভাব্বে, আবারো ভুল হলো, মধ্যজীবনে দ্বিতীয়বার;


লম্বা, কালো, বলেছিলে খুব প্রিয় তোমার;
তবে স্বাস্থ্যহীন স্বল্পচুল এবং আরো আরো আছে খুঁত,
ঈশ্বরের খেয়াল বড় অদ্ভুত;_ জেনো ঠিক হারিয়ে ফেলবো তোমাকে;
এই কবিতাটি মনে রেখো, যেদিন সত্য হবে এসব;
হে আমার মধ্যজীবনে হঠাৎ পাওয়া নিসর্গের অপ্সরী!
আমার কবিতাদেরও মনে হবে তখন তোমার ধোঁকাবাজী!
শুধু অনুরোধ,
বিষ-মাখানো ভর্ৎসনায় আমায় মেরে ফেলো না, লক্ষীটি।


(সেপ্টেম্বর ২৬, ২০১৬)


----------------------------------------------------------------


“জেরিনপাঠ ১২”


আমার এখন ভালো লাগে না - রাত দশটা;
রাত ন’টাও ভালো লাগে না আর;
তুমি যেন সিন্ডারেলা!
সাতটায় আসবে, আট-টায় একটু অস্থির,
আর সাড়ে আট-টা বাজলেই,_ পালাই পালাই করবে;
এবং ন’টায় মুঠোফোন ফেলে দিয়ে ঠিক পালাবে।


সিন্ডারেলার জুতোর মতন,
                অন্তত একটি চুম্বন তো ফেলে রেখে যাবে!


(সেপ্টেম্বর ২৮, ২০১৬)