১.


তুমি এখন অনেক দূরে ;
ঐ যে অনেকে অথবা কবিরা বলে
যেনো তেমন কোনো অচিনপুরে ;
বলছো তুমি,
দক্ষিণা বাতাস এখানে ঝিরঝির করে ওড়ে ;
দেয় তোমাকে ঠিকানা
কোনো অজানা কোনো রূপকথা
তোমার শরীরে এসে স্পর্শ করে,
বলে, থেকে যা থেকে যা
আর যাসনে এ প্রশান্তি ছেড়ে ;
কোথায় যাবি?
যেখানে জীবন যেনো শুয়ে আছে কবরে!
জীবনের শ্বাস
ক্ষীণ হয়ে আসছে ক্রমশ যে শহরে!


২.


বৃষ্টি ভালোবাসো তাই পাঠিয়েছেন ঈশ্বর ;
নেই কোনো জাগতিক তাড়া
আজ তোমার আরোগ্যের ভেতর ;
বৃষ্টি হোক এক অমোঘ জল স্নিগ্ধতা ;  
ভালো হোক মন
ভালো হোক দেহ
দেখো বৃষ্টি দেখো ঈশ্বর ;
প্রার্থনার মতো গ্রহন করুক বিধাতা,
নীল আকাশ আর বৃষ্টির প্রতি
তোমার আজন্ম নিবিড় মুগ্ধতা ।


৩.


তুমি আমার সুন্দর দুঃখ
তুমি যে আমার অচঞ্চল তারা
তুমি বেদনা সুচারু সূক্ষ্ণ
তুমি আমার আনন্দ আত্মহারা


এক জীবনে ডেকেছি যে কত
তবু যারা আসেনি তো
থেকেছি গহীন কষ্ট আর
কী যে অভিমানের ভেতর
আজ যেনো তুমি এলে
সবার হয়েই অবশেষে
যেনো আমার দুঃখ নির্বাপণের
মহা সুখের ঐশ্বরিক মহা উত্তর ।


(১২.০৯.২০২২)