যেভাবে তুমি চেয়েছ মোনা
সে জীবন তুমি পেলে না ।
যেভাবে ভালোবাসো মোনা
কেউ তো তা বোঝে না ।
তাই তুমি নীলিমার
নিরাকারে চোখ রেখে
অবিরত করে চলো প্রার্থনা ।
আবার আসুক কেউ
আবার আসুক ফিরে
মুছে দিয়ে যাক কান্না ।


দুঃখ নদী মোনা দিচ্ছ পাড়ি
সুখের মোহনা অজানা ।


তোমার চোখে জলের ছায়া
নিয়ে তুমি হাসতে পারো ।
সবাই ভাবে মোনা তুমি
সুখেই আছো ভালো আছো ।
কেউ দেখে না হৃদয় মাঝে
মেঘ-বৃষ্টি জলের জোয়ার
থামে না, থামে না ।


ইচ্ছেগুলোর ডানা কেটে
সযতনে লুকিয়ে রাখো ।
কঠিন বাঁধন বেঁধেছে যারা
তাদেরই তুমি সুখে রাখো।
জীবনটা মাঝে মাঝে
কত শত ভাবনায়, কষ্টতে
আনমনা, উনমনা, আনমনা।


(১৮.১১.২০১৬)