আমার তাল গাছ, ভক্তির তেল,
বহুত খুশি, যদি থাকি মূখ্য আঁতেল;
অন্যের গৃহ, গড়েছি দীর্ঘ নিবাস,
পন্ডিত আমিই, অসহ অন্যের শ্বাস;


ভীষণ লাগে রাগ, সুরেলা কোকিল,
ভাঙ্গি টিভি ফ্রিজ, ঘটি বাটি পাতিল;
অন্যের মধু পেলে ঢেলে দেই বিষ,
খাবে শুধু আমার, তেতো নিরামিষ।


(31 ডিসেম্বর, 2020)