(১)


এখনকার এই জমানায় নীল তিমিদের যে জীবন
অহংকারে থমকে থাকে কে দেবে প্রথম অভিবাদন
আপন সুরে ঝংকার আমার থেকে কামিয়াব কে আর!
লেনদেন ঝড়ে তিমি সত্যি দেখে কি সার্থকতার গগন?


(২)


কতবার এ বুক হলো নীল আসমান তবু উড়লে নাতো পাখি
কতবার সুর ভাসালাম বাতাসে তবু গুলবাগে গাইলে নাতো সখী
শুধু ভেসে থাকা দুঃখের সাগরে জ্বলে গেলো মন বিরহ আগুনে
প্রেমের সুরায় জুড়ালে না হৃদয় একবার হে আমার নিঠুর সাকি।


(৩)


ভয় করি না কিছুই তবু ভয়টা ধরে থাকে
বদদুয়া হে খুদা মাস্তান এই দুনিয়াটাকে
খুশ দিলে যদি বলতে না পারি কোন শায়েরী
কি করে করবো তবে গুঁলিস্থা জীবনটাকে?


(২১.০৮.২০২০)