কাটার খেলায় মত্ত তুমি হেসেই আমি কুটি,
ঘাটছো তুমি অন্ধকারে পাচ্ছো না তো গুটি;
শূন্য মাঠে হন্যে হয়ে একাই দিচ্ছো গোল,
দুধের স্বাদের অহংকারে খাচ্ছো তুমি ঘোল;


দাবার চালের চালান দেখে মরছে তোমার রাণী,
বানের জলে ভাসছে তোমার অনন্যতার বাণী;
জ্ঞানের মাঝে ঘুণ ধরেছে কাটছে শুধু পোকা,
ধ্যানের ধূপে ধুকপুকিয়ে খাচ্ছো তুমি ধোকা;


হট্টগোলের বেতাল তালেই গুনছো তােমার কাল,
মিষ্টি খাবার খায়েশ তোমার খেয়েই যাচ্ছো ঝাল;
কানের মধ্যে ছিপ এঁটেছো মনের মধ্যে তালা,
শুনছো তুমি রাজপুত্র কিন্তু ডাকছে শালা;


নাক কেটেছো গুলতানিতে তবু সেদিক ঝোঁকা,
কেউ দেখেনি তোমার মতো এমন নিরেট বোকা ।


(২৯.০১.২০২১)