মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ
(কেন) শেষ হলি নয় মাসে ?
যদি লাগতো নয়টি বছর
শিক্ষা পেতো কোষে ।
রাজাকার আর বেঈমানদের
জিহ্বা যেত খসে ।
নব প্রজন্মের মগজ ধোলাই
থাকতো না এই দেশে ।
স্বাধীনতা নিয়ে রাজনীতির এই
সাহস যেত ধ্বসে ।
বিদ্ধ হতো বিবেক কাঁটা
দেশ্ দ্রোহীদের শ্বাসে ।
যুদ্ধ স্মৃতির দগদগে ঘা
ভুলত না কেউ দেশে ।
স্বাধীনতাকে খুব সহজে
পেলাম নয়টি মাসে
লাগত যদি নয়টি বছর
থাকত না এই দেশে
কুলাঙ্গারের কূটতর্ক
সবই যেত ভেসে ।
হাড়ে হাড়ে টের পেতো সব
স্বাধীন বাংলাদেশে
কেমন ছিল জীবন যাপন
পরাধীনতার বিষে ?
অবাঙালী বোধ চেতনা
থাকতো না আর মিশে ।
নয় বছরে স্বাধীন হলে
সুখ হতো এই দেশে ।


(০৪.০১.২০২৩)