১.


এ হৃদয় চায় অরণ্য,
পেতে চায় পাহাড়,
চায় সমুদ্রের জল
পা ভেজাতে।
তারপর তোমার মতো এক
অনিচ্ছার আঁধার
বৃত্ত-বন্দি করে নিলো অজান্তেই
চেয়ে চেয়ে শুধুমাত্র চাওয়াতে ।


২.


এই পৃথিবীতে ছিলে তুমি,
ছিলাম আমি ।
বহু সঙ্গ-ধন্য
শৈল্পিক চিৎকারে শিৎকারে
দেখেছো এ জীবন,
শুধু সমৃদ্ধ আনন্দে অন্ধ তুমি,
আমাকে দেখোনি ।


(১৪.০৪.২০২৪)