সে কেমন নিঃসঙ্গ তুমি বুঝবে না,
ছুঁয়ে দেখেছো গভীর রাতের আল্পনা ?
জেগে থাকা জেগেই থাকা কথা আর কল্পনা,
ওরা তোমার অনুলিখনের অক্ষরের মতন,
              বানানো কোনো গল্প না।


সে যে কেমন নিঃসঙ্গ তাতে তোমার কীসের দায় ?
নির্জন তীরের হাহাকার নদীর কিছু কী আসে যায়;
তোমাকে কেড়েছে কিংবদন্তীর যুদ্ধের ইতিহাস,
সে ইতিহাস তােমাকে প্রেমহীন থাকার কন্ঠহার পরায়।


আমার নিঃসঙ্গতা প্রার্থনারত নক্ষত্রের মতো,
জেগে থাকে তোমার অনুলিখনের অক্ষরদের নির্মম পাড়ায়।


(০৩.০৫.২০২২)