ঐ অপাপবিদ্ধ আনন্দ মুখর অঙ্গনে
দাও দক্ষ সুরক্ষা যখন নিবিড় নিমগ্ন মনে
তার মাঝেই হঠাৎ কি মনে হয় কখনো
অনুরাগে বিপন্ন সেই সমুদ্রটির যেন
শোনা যাচ্ছে না কোনো গর্জন ?

মৌলবাদী মেঘেদের অমূল্য আনাগোনায়
প্রখর সূর্যের মতো অনুরাগ কেউ করেছে বর্জন ?

নিঃসঙ্গ পর্বতকে দুঃখ দেবার পরে
তোমার কি দুঃখ হয় ?
নাকি ভুলিয়ে দেয় সবকিছুই
ঐ সভাগৃহে তুমি মুগ্ধকর বিদুষী
ও মধ্যমণি হয়ে ওঠার অনবদ্য অর্জন  ?


(১৪.০৬.২০২৫)