আমি অশুদ্ধই;
শুদ্ধতার ফল পৃথিবীর কোনো বৃক্ষে ঝুলে নেই;
এমনকি স্বর্গেও নেই
যে ফলটির জন্য ছিন্ন হয়ে গেলো স্বর্গবাস,
শুদ্ধতার কোনো মন্ত্র কোনো গুহাগাত্রে আঁকা নেই
অথবা আগুন ঈশ্বরের,
তা কি পৃথিবীর কোনো বুনো ঝাড়ে জ্বলে আজ
শুদ্ধতার জন্য ?
তাই এ পৃথিবী জুড়ে কেউ শুদ্ধতার দাবী করলে
তার ভাগ্যে জোটে ব্যঙ্গ আর উপহাস;
নিজের শুদ্ধতার অব্যর্থ বিশ্বাসে তোমার দিকে দিয়েছিলাম সাঁতার,
কিন্তু সে নদীটির জলও তোমার অবিশ্বাসে অশুদ্ধ হয়ে গেলো,
প্রতিরোধহীন, হতবাক ও বিষন্ণ আমাকে অতি সহজেই গ্রাস করে নিলো।


(১৮.০৫.২০২২)