রক্তে রাঙা এ অসুখ আমার,
কী অপরূপ তার সাজে !
মাঝে মাঝে তার দেখা পাই,
বৃষ্টি ভেজা রাতে ;


মাঝে মাঝে তার দেখা পাই আমি,
বিষন্ণ গোধূলী বেলা ;
কখনো বা মধ‌্যরাতে,_ চাঁদের আলোয়,
ভাসায় দুঃখের ভেলা ;


রক্তে রাঙা এ অসুখ আমার,
কত কথা হয় তার সাথে ;
কবিতার মাঝে ধরা দেয় সে,
বৃষ্টি ভেজা রাতে ।


(১০.০৭.১৯৯৭)