সারাদিন সারাবেলা,
অভিমানে ছিল বুক ভরা;
বুকের পাহাড়, নিঝুম একা যন্ত্রণা;
শপথ নিলাম,
আর কখনোই কিছু লিখবো না;
সাগর বালুতে আঁকবো না;
কারো হৃদয়ে আঁচড় কাটবো না;  
কিছু বলবো না, কক্ষনো না!
দক্ষিণা জানালা খুলবো না;
কেউ তো আর আসে না,
ভালোও আর বাসে না!
মূর্খ ভূমি, হারিয়েছে সব যৌক্তিকতা;
সবার এখন ভক্তি খুবই অন্ধযুগের কথকতা;


অবশেষে যখন অপেক্ষারত মন,
বন্ধ করে দিচ্ছিল প্রায় হৃদয়ের দরজা,
অকস্মাৎ এলো একজন; আমার যত রক্তক্ষরণ
থেকে রক্তের ক্ষরণ, অমল পরশে দিয়ে উপশম,
বললো, আমি তো আছি,
ও বন্ধু, ভুলে গেলে কি করে তুমি?
একজনের ভালোবাসাও কি নগণ্য?
অনেক অনন্য!
এক জীবনে বেঁচে থাকার জন্য;
এভাবে অভিমানে চলে যেও না, কক্ষনো না;
মহাজীবন পাথর, কারো অভিমান করে না পরোয়া।


(১৭.০৭.২০২০)