আমি অসম্ভব
সব দুঃখবোধ নিয়ে ঘোরাঘুরি করি;
অল্পেই ক্লান্ত
নিমেষেই ক্ষান্ত
ব্যর্থ আদ্যোপান্ত;    
যখন-তখন টেনে দিতে ইচ্ছে করে,
কমা অথবা দাঁড়ি;


তবে, তোমাদের দেখে ভালো লাগে;
কি ভীষণ ব্যস্ত
সাজাতে মস্ত
জীবনের যত্র-তত্র,
বেহিসেবী অদম্য জারিজুরি;


ক্ষমা করো, আমি সেই শেষ পর্যন্ত........

ওড়াবো বিষণ্ন নীলে - একটি বিষণ্ন ঘুড়ি।


(২০১০)