ইট পাথরের বস্তি গড়ে, আকাশ চুরির পায়তারা !
কবে তোরা থামবি বল ? কোথায় পাস্ রে আস্কারা ?


কেটে ফেলিস যখন তখন, শহরের গাছ ইচ্ছে-মতন;
আর মুখে তোদের বুলি ছোটে,_
           “ওহে ভাইইই, পরিবেশের করিও যতন”
ভন্ডামী ছাড়্, হতচ্ছাড়া!


ভুমিকম্পে দুলিসনি ? পাহাড় ধ্বস কি দেখিসনি ?
সিডর ভয়ে কাঁপিসনি ? প্লাবনে কবে ভাসিসনি !


জলাশয় নদী-নালা, ভরাট করে বানাস্ তোরা,
কার জন্য কবরখানা ? মলমূত্রের মৃত শহর,
                       হবে প্রেতাত্মাদের লঙ্গরখানা ;


আর কতকাল.....
                        বিপদ ডেকে আনবি তোরা ?
পরিবেশকে হত্যা করে, মরবে সবাই বাঁচবি তোরা ?
এমন ভাবে উজবুকেরা !        


ধ্বংস হ!, নিপাত যা...ইবলিশের বাচ্চারা!


(২৯.০৭.২০০৮)