তুমি পরিপাটি হলে, প্রচলিতে ধাক্কা লাগে,
তখন অগোছালো জীবনে প্রেম জাগে;
কথাদের করে তুলি পরিপাটি রাখি সংযত,
যেন আমাকেও দেখো তুমি কবিতার মতো;


তুমি পরিপাটি হলে এসে যায় বুকে শঙ্কা,
ডেকে যায় আটপৌরে প্রেমে খুনে রণ ডঙ্কা;
পুরোনো অভ্যাস ঝেড়ে হয়ে উঠি পরিপাটি,
বিনা যুদ্ধে ছেড়ে দেবো না, এক ইঞ্চিও মাটি;


তুমি পরিপাটি হলে, আমি দেই ডুব,
অসহায় ডুবে যেতে যেতে ভালো লাগে খুব;
টাটকা আস্বাদে প্রেমগুলো জড়িয়ে ধরি,
অগোছালো যত মনোযোগ পরিপাটি করি।


(28.09.2021)