(মূল রচনাঃ Praying For Time
  by George Michael, 1990)


এই দিনগুলো সব
উন্মুক্ত হাত পেতে রাখার দিন,
এখানেই এ দিনগুলোর শেষ নয়,
দেখো চারিদিকে তাকিয়ে,
এইসব দিনগুলো
ভিখারী আর বাছাইকারীদের দিন;


এ বর্ষটি হলো অনাহারী মানুষদের,
যাদের জায়গা অতীতে
অজ্ঞতা আর বৈধ অজুহাতের সাথে,
হাতে হাত মিলিয়ে একসাথে;


ধনবানেরা নিজেদের দরিদ্র ঘোষণা করে,
এবং প্রায় সবাই আমরা নিশ্চিত নই
আমাদের কি খুব বেশী আছে!
তবু আমরা নেবো আমাদের যত সুযোগ;
কেননা হিসাব আর রাখেন না বিধাতা;
কোনো এক পর্যায়ে মনে হয়,
তিনি আমাদের সবাইকে
নিশ্চয়ই খেলা মাঝে দিয়েছেন ছেড়ে;
মুখ ফিরিয়ে নিয়েছেন স্রষ্টার সব সন্তানদের থেকে,
নীরবে চলে গেলেন পেছনের দরজা দিয়ে;


এখন ভালোবাসাটা কঠিন
ঘৃণা-যোগ্য সব অনেক বেশী
আশার মাঝে ঝুলে আছি
যদিও আশা নিয়ে
উচ্চারণের মতো কিছু অবশিষ্ট নেই!


এবং ওপরের আহত আকাশটি বলে
এখন অনেক, অনেক দেরী হয়ে গেছে
হয়তো তাই আমাদের সবার করা উচিৎ,


সময়ের জন্য প্রার্থনা;


এই দিনগুলো সব রিক্ত হাতের দিন;
যা পারি তা নিয়েই আঁকড়ে থাকবার,
দানশীলতা হলো সে পোষাক,
যা পরো তুমি বছরে দু’বার;


এ বর্ষটি হলো দোষী মানুষদের;
তোমার টেলিভিশন দাঁড়ায় তার নিজস্ব অবস্থানে,
এবং তুমি খুঁজে পাও যা ছিল ওখানে, তা এখন এখানে;
তাই দরজার পেছন থেকে চিৎকার করে ওঠো
বলো, যা আমার তা আমারই, তোমার নয়!;
আমার হয়তো বেশী আছে,
কিন্তু আমি আমার সুযোগ নেবো,
কেননা হিসাব রাখা বন্ধ করেছেন বিধাতা;
এবং তুমি আঁকড়ে ধরে থাকো, যা তোমায় বিক্রী করেছিলো ওরা;
তুমি কি তোমার চোখ রেখেছিলে বন্ধ?
যখন তারা তোমায় বলেছিলো, তিনি আসতে পারবেন না আর,
কারণ তাঁর কোনো সন্তান নেই, তাদের কাছে ফিরে আসার জন্য;


এখন ভালোবাসাটা কঠিন
ঘৃণা-যোগ্য সব অনেক বেশী
আশার মাঝে তবু ঝুলে আছি
যদিও আশা নিয়ে
উচ্চারণের মতো কিছু অবশিষ্ট নেই!


এবং ওপরের আহত আকাশটি বলে
এখন অনেক, অনেক দেরী হয়ে গেছে
হয়তো তাই আমাদের সবার করা উচিৎ,


সময়ের জন্য প্রার্থনা।


(০৬.১০.২০২০)


(*জর্জ মাইকেল বলেছেন, এই গানটি মূলত মানুষের আচরণ নিয়ে, তাদের মমতা, দয়া, সহানুভুতির দৈন্যতা নিয়ে, মিডিয়ার প্রভাব আমাদের জীবনে, মিডিয়া যেন বলে, যত পারো শুধু নিতে থাকো, তোমার বেশী আছে কি নেই, তা বিচার্য নয়, যারা অনেক থাকার পরও, আরো চায়, তারাও ভিখারী একপ্রকার। শিল্পী বলছেন একথা ৯০ সালে, আর আজকের মিডিয়ার প্রভাব কোন পর্যায়ে!, ভেবে দেখুন! প্রকৃত দরিদ্ররা কখনো জীবনের উপকরণ বাছাই করে করে তাদের জীবন সাজাতে, গড়ে নিতে পারে না, বিলাসী ধনবানদের মতো। আমরা কবিদের রূপকে অনেক দুবোর্ধ্যতা পাঠ করি আগ্রহে, সে হিসেবে আমার অনুবাদের দুবোর্ধ্যতায় অনাগ্রহী হবেন না আশা করি কবি বন্ধুরা! এখানে শিল্পীর বার্তাটি আগে অনুভব করুন। ধন্যবাদ।)