প্রেম বিহনে, নারীকে হইবে না চেনা;
           চেনা হইবে না আধেক জগৎ, অজানা থাকিয়া
     যাইবে আধেক জীবন, সুখ-দুঃখের সকল সম্ভাবনা;


    প্রেম বিহনে, দিকশূন্য সিন্ধুতে, পাল তুলিতে হইবে
                    একা, কোন ললনার পাইবে না দেখা;


              প্রেম বিহনে, তুমি যাইবে কোন অভিসারে,
                     ডাকিবে রাধা, কোন অরণ্য মাঝারে;


    প্রেম বিহনে, কোন চন্দ্রাবতি চড়িবে পাহাড়, গড়িবে
                 বাসনা তোমার সাথে, কোন চন্দ্রালোকে;


      প্রেম বিহনে, নদী যে শুকায়ে মরে, রজকিনী ভুলে
                       তাহারে, আসে না আর তার পারে;


      প্রেম বিহনে, পথেরা হারায় পথ, বঁধুয়া হারায় তার
                          সাথে, কোন অজানায় কে জানে;


  প্রেম বিহনে, পাইবে নির্জন রাত্রি আর আত্মাহীন বিবাদ,
     কোন এলোকেশী আনিবে না শান্তি, মধুচন্দ্রিমা রাত;


   প্রেম বিহনে, রাজাধিরাজ হইতে পারো, তবে মমতাজ,
             তোমার প্রাসাদে আসিবে না ছড়াইতে আলো;


    প্রেম বিহনে, মরু আলেয়ায় তুমি, শুধুই নিঃসঙ্গ মজনু,
       প্রাণান্ত ডাকে লাইলি, ছুটিবে না তোমার পিছু পিছু;


                 প্রেম বিহনে একদিন যবে সূর্য যাচ্ছে ডুবি,
          বলিতে হইবে একা একা, কোন ভুলে কি কারণ,
   ভালোবাসিলাম না কোন ভ্রমে, দেখিলাম না নারীর মন,
      এটাই যে হইবে সে ক্ষণে, বড় যাতনাময় আত্মকথণ।


(০৩.০৭.২০২০)