১৫ই আগস্ট এর গুনাহময় দিনটিতে
শেখ মুজিবের জন্য আমার পিতার অশ্রু ঝরেছিল চুপিসারে,
সে চুপিসার অশ্রু, আজ সরবে প্রবাহিত হয় আমার চোখে;


আমার পিতার অন্তর্লোকে সৃষ্টি হয়েছিল দুর্বিষহ শুন্যতা,
সে হাহাকার আজও ছুটে বেড়ায় আমার বুকের শোকার্ত ময়দানে;


সেদিন,
আমার পিতার শোকার্ত বিলাপ ছিল কিছু বেঈমান ঘাতকের দখলে,
আজ আমার উন্মুক্ত বিলাপে কেঁপে ওঠে, নত হয় শোকে ১৫ই আগস্টের দিনরাত্রি;


ঐ নরকপাপীদের প্রতি,
আমার পিতার ব্যথিত হৃদয় নুয়ে পড়েছিল গভীর অভিশাপে,
চল্লিশ বছর পরে, সে অভিশাপ ফেটে পড়ে উচ্চরবে,
তাই আজ কিছু জানোয়ার গেছে নরকের আগুনে, এখনো আছে দু’একটা পালিয়ে;


প্রজন্ম থেকে প্রজন্মে,
তেরোশো নদীর অদম্য প্রবাহের মতো
এভাবেই প্রবাহিত হয়েছে অর্পিত শোক,
এভাবেই কেঁদেছে বাংলাদেশ, বঙ্গবন্ধু তোমার জন্য;
এবং চিরদিন কাঁদতে থাকবে বাংলাদেশ, প্রতিটি ১৫ই আগস্টে;


আজও চলে ষড়যন্ত্র
তোমাকে মুছে ফেলতে বাংলাদেশের রক্তরাঙা ইতিহাস থেকে,
তবে জানে না এই সব কুলাঙ্গার দেশদ্রোহী,
কোটি কোটি মুজিব আজ বেঁচে আছে সারা বাংলাদেশে;
আরো কোটি কোটি জন্ম নেবে এই কৃতজ্ঞ মাটিতে,
প্রজন্ম থেকে প্রজন্মে অর্পিত হবে শোক, তোমার কিংবদন্তীর ইতিহাস;


হে আমার বাংলাদেশের জনক, বাংলাদেশ কখনো ভুলবে না তোমাকে।


(১৪.০৮.২০২০)