রাইমা, জানো?
ডিম পোচের মতো তোমার চোখ
রাগ করেছো?
তাহলে বলি বরং
টেবিল টেনিস বল, পিং পং
আহা! আবার রাগ করলে নাকি!


না! না!, তোমার চোখ দেবীর মতো বসানো
ভাসা ভাসা, স্বপ্নালু, অলস, ঘুম জড়ানো
বড় বড় গোল গোল চোখ, গরুর চোখের মতো কাজল টানা
না! না! হরিণের চোখ তোমার নয়. সে তো অনেক অস্থির, সতর্ক


ঈশ্বর কেন যে!, পাখির মতো শরীরে
বসিয়ে দিলেন প্রতিমার মতো করে
মর্মভেদী, অন্তরভেদী শান্ত দুটি চোখ
শুধু আমার হৃদয় জ্বালিয়ে দিতে, তাই না


আমি তোমার চোখের দিকে তাকাতে পারি না
ধরা পরে যাই, আমার যত পাপ, আমার যত ভুল
এত ভালোবাসি, তবু কেনো যে এত পা পিছলে যায়
তোমার চোখ আমায় মাছের জালের মতো জড়িয়ে ধরে
যাদুকরী সম্মোহন নিথর নিশ্চল আমি মঞ্চের মাঝখানে
এত ভালোবাসি, তবু যে কেনো এত করে ফেলি ভুল
তোমার চোখে তাকিয়ে আমি মিথ্যে বলতে পারি না


সেলুলয়েডের মতো করে আমায় শাসন করে দাও
অভিমান চোখে ধরে রেখে আমাকে ক্ষমা করে দাও
নাহলে আমি কিন্তু তুখোড় সাঁতারুর মতো
ডলফিনের মতো শরীর বাকিয়ে দেবো ঝাঁপ
যে ক’টা ছবি সেলুলয়েডে একেছো, সবগুলোতে


তারপর, পাঁজাকোল করে, তোমাকে নিয়ে হেটে যাবো
সমুদ্র সৈকত জলে, কমলা রঙের ডুবন্ত সূর্যের দিকে


একটাই টেক, ফাইনাল শট, প্যাক আপ। দি এন্ড।


(রচনা: ১৩.০৪.২০২০)