রাসূল আমার দেখছো তুমি আল্লাহ পাশে বসে,
জাহানটা যে যাচ্ছে চলে উগ্রবাদীর বশে;
পশ্চিমাদের সাথে মিলে মরু আঁতাত করে,
স্নিগ্ধ সুলেল ইসলামটা যাচ্ছে আজকে মরে;

এখন যদি থাকতে তুমি এই জাহানের মাঝে,
জ্বলতো ইসলাম প্রখর সূর্যে নামতো না তা সাঁঝে;
লাদেন মার্কা মৌলবাদ কে থামাতে কঠিন হাতে,
আধুনিকতার মর্ম বুঝেই নতুন হাদিস দিতে;

উমরও যে নত হলো তোমার কোমল প্রাণে,
লাদেন মার্কা হুংকার তবে বাংলা কেন শোনে ?
ইসলামেরই দোহাই দিয়ে কেউ যাতে না মরে,
বিশ্বটাকে তুলতে ভরে তোমার মিষ্ট স্বরে;

দিতে না পড়তে মরুর আছর এই বাংলা 'পরে,
মুসলমান যে হতে দিতে স্বদেশ কৃষ্টি ধরে;
সবুজ সরল বাংলাদেশের বাঙালি মুসলমান,
বলতে "আমার স্নিগ্ধ কওম" আল্লাহ' তালার দান।  

(২৭.০১.২০২২)