ঘুম কেড়ে নিয়েছে কবিতা
তবে কবিতা আমায় কিছুই দেবে না;
আমাদের জীবনের সামান্য বদল,
কিংবা সামান্যতম শোভা বর্ধনে
স্বর্ণ অথবা রৌপ্যের যাদুকাঠি হবে না;
শুধু ঘুম কেড়ে কেড়ে কবিতা একদিন
আমায় পৌঁছে দেবে এক শেষ প্রান্তের দুয়ারে,
অতঃপর, চলে যাবো অনন্তের আলোয়, না হয় আঁধারে;


ততদিন,
আমার কবিতা দাসত্ব হতে মুক্ত হবে না;
জর্জরিত হতে থাকবে আমার অনিপুন হাতে,
অবশেষে আমার কবিতা মুক্ত হয়ে,
উচ্ছল এক খুশিতে উড়ে গিয়ে বসবে
কোনো নতুন কবির সুদক্ষ হাতে;


সেদিন দেখবো আমি মুগ্ধ চোখে,
আমার কবিতা প্রকৃত কবিতা হয়েছে;


তবে অপ্রশম্য মানুষের তৃষ্ণায়,
সংক্ষুব্ধ জীবন থেকে যাবে আগেরই মতো;
কবিতারা শুধু হবে জোনাক পোকার কিছু ঝাঁক,
অদরকারী ঝোপঝাড়ে জ্বলে নিভে যাবে অমূলক অবিরত।


(৩০.০৭.২০২০)