রুবাইয়া'র হৃদয়ে জ্যোস্ন্যা
মাঝে মাঝে অজানা এক শিহরণ ।
এক মুঠো আনন্দ, এক মুঠো অচেনা কান্না,
সত্যিই কি তার ভিতরে বাড়ে
                      ......আরেক জীবন ?!


(রুবাইয়া চুপি চুপি কথা বলে তার সাথে....)


কেমন হবি তুই ? কার মতো ?
কোন নামে সবচেয়ে তোকে মানাবে বল্-তো?
জন্মেই তুই আমাকে তখন জ্বালাবি না-তো?
তোর জন্য কত সাবধানে থাকি, জানিস্-তো?


(রুবাইয়া'র সাথে আমাদেরও প্রার্থনা......)


এই পৃথিবীতে অনাগত আসবে যে,
আমাদের সবার হৃদয় সে ভেঙ্গে দেবে,
এমনই সুন্দর হবে সে !
আলো করে থাকবে রুবাইয়া'র কোল জুড়ে ।


রুবাইয়া চলে যাবে আমাদের ছেড়ে.....
অপেক্ষা এখন তার
            নতুন ভুবনের সুখের-দুয়ারে  ...


ছোট ছোট আঙ্গুল
              তুলতুলে নরম ত্বক
পবিত্র এক গন্ধ
              স্বর্গীয় নিস্পাপ হাসি ।


সকল কষ্ট ভুলে.....বলবে “আরে আরে,
এ তো দেখি ভাসাবে আমায়,
         ভালোবাসা-সুখের সাত সাগরে” ।


রুবাইয়া তুমি তাঁর কাছে করো প্রার্থনা ...
যে নতুন জীবন তোমার ভিতরে গড়ে,
আমাদেরও রইলো শুভেচ্ছা আর আশীর্বাদ
অনাগত সে আশ্চর্য সুন্দরের তরে।।


(৬ই অগাস্ট, ২০০৭)