(৬)


এমনই এক বসন্তের প্রথমদিনে...
ঝলসে গেল যেন আমার চোখ
তোমার বাসন্তীসাজে!
জাগাতে ঈর্ষা না ভালোবাসা? শুনে খুব হেসেছিলে!


বলেছিলাম,
“এক কাপ চা নিয়ে বসো কিছু সময় আমার পাশে”,
রূপগন্ধে মাতাল চুপিসারে আর পরাভব দীর্ঘশ্বাসে;


বুঝিনি, সময় ছিল না তোমার!
প্রজাপতির মতো অস্থির অহংকার,
বসন্ত উৎসব যে আজ!
বছর ঘুরে সুযোগ শুধু একবার!
আরো অনেক, অনেক মুগ্ধ চোখ
          ছিল অপেক্ষায় তোমার।


(৭)


ছুঁতে চাইলাম তোমার চুল, ঠোঁট, শুভ্র চিবুক - দাওনি;
এমনকি বসন্তের প্রথম দিনে সামান্য প্রার্থনা,
“বসো একটু পাশে, তোমার অপরূপ সাজে”
                                           - তাও রাখোনি;


এরপর পার হলে এক সমূদ্র সময়,
যদিওবা ফিরে আসো কখনো,
মেটাতে কিছু দাবি;
ততদিনে হয়তো পাথর হবে এ হৃদয়;


আর বুদ্ধিমতি,
তুমিতো জানো!


পাথর কখনো কিছু দাবি করে না,
পাথরের থাকে না কোনো অনুভূতি।


(১৪.০২.২০১০)
(তার সাথে শেষ দেখার, তিন বছর পর বসন্তের প্রথমদিনে লেখা)
(১৯.০৮.২০০৭)
(তবে সে অনুরোধ রেখেছিল কিছু, বসেছিল পাশে!)