(১০)


আমি ভেবেছি তার কথা সারাদিন সারাবেলা
ছুটির রাত, ছুটির দুপুর, ছুটির সন্ধ্যাবেলা;


ছুটি আমার ভালো লাগে না
ছুটির দিনটায়, তার সাথে দেখা হবে না;
তবে সে যে কি আনন্দিত হয়, দেখে খুব ভালো লাগে;
কিন্তু সে তো দেখে না, হঠাৎ আমার মনটায়, কেন নীরবতা?;


ছুটির দিনে কারো কাছে যাবার নেই, হয়তো যেতে ইচ্ছে করে না;
বেড়াতে যাবে বলে, কেউ তো অসহ্য সুন্দর হয়ে অপেক্ষায় থাকে না;


শুধু সেই আছে আমার গোপন, তবে সে যে শুধু কাজের দিনে;
ক্লান্তিকর কাজের মাঝে, রঙিন প্রজাপতি উড়ে বেড়ায় আমার আশেপাশে।


(১১ ক)


সমুদ্রের কাছে গিয়েছিল সে;
কিন্তু কখনো বলেনি, কি গোপন উপহার দান করেছে সমুদ্র তাকে;
বসন্তের প্রথম দিন, ঐ যে সে! নিখুঁত সেজে আছে,
অথচ কখনো চিনিয়ে দেয়নি, তার প্রিয় ফুলটিকে!
প্রশ্ন, প্রশ্ন! হৃদয় কলকল ধ্বনিত, কিন্তু সে ছিল এক দূরবর্তিনী নক্ষত্র।


(১১ খ)


অবশেষে তার ঠোঁটজোড়া খুললো,
বললো সে আমায় কিছু সাধারণ শব্দ!
এই সাধারণ দিনে, আমার সাধারণ জীবনে,
আঁকড়ে ধরার মতো কিছু একটা, আমার এই জীবন তর্কে;


হতে পারে সাধারণ!
তবে সে শব্দগুলো ছিল আমারই জন্যে;
দীর্ঘ প্রতীক্ষিত সুরের মতন
তার পৃথিবী থেকে - গভীর, নরম, চুপিসার, শান্ত এবং সুন্দর।


(০৩.০৫.২০০৭)
(০৬.০৩.২০০৭)


(১১ পর্ব প্রথমে ইংরেজীতেই রচনা করেছিলাম, নীচে দিয়ে দিলাম)


“And she spoke…”
      -  by Marshall Iftekhar Ahmed
(1)
She has been to the ocean!
But never told me what secret gifts the ocean gave her!
First day of spring, there she was, adorning it properly,
But she never told me, what was her favourite flower!
Questions, Questions! murmured in my heart,
But she was a distant star.


(2)
At last she parted her lips,
Uttered some ordinary words,
On this ordinary day, in my ordinary life.
Something to hold onto in my strife.
But ordinary as they may be!
The “words” they were meant only for me!
Long awaited melody,
From her world - Dark, soft, silent, calm & pretty!


(6.03.2007)


(কবিবন্ধুগণ, আপাতত শেষ আমার দুর্বল জীবন নাট্যের ’রুবাইয়া’)