(১)


ক্ষমা করো হে পরোয়ারদেগার ভেবেছে অবুঝ হৃদয়
এ ঈদের আগেই করোনা যুদ্ধে ইনসানের হবে জয়
এবার আবারো করোনা সাথেই দ্বিতীয় ঈদ-উল-ফিতর
ক্ষমা করে দিও সামনের ঈদে রেখো না করোনা ভয় ।


(২)


ঈদের জামাত দাঁড়িয়ে কাতার দৃশ্য অপার সাম্য
ধনী গরীবের অসহ তফাৎ নয় তো কখনো কাম্য
স্মরণে আনেন আল্লাহ'তালা পবিত্র ঈদের দিন
বৈষম্যে ভরা জীবন কথা বলে না ইসলাম ধর্ম।


(১৩.০৫.২০২১)


(* ঈদ মোবারক কবি বন্ধুরা, মাননীয় এডমিন, সহ-এডমিন এবং পরিচালনা পরিষদের সদস্যগণ, অনন্য আলোয় আলোকিত কবিতা আসরের সকল পাঠক ও শুভানুধ্যায়ী, ঈদ মোবারক। পবিত্র ঈদ-উল-ফিতর ২০২১ সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক। ঈদ মোবারক!! ঈদ মোবারক!!)